Published on: সেপ্টে ২১, ২০২০ @ ১৭:২৮
এসপিটি নিউজ: এর আগের রাজ্যপালের সঙ্গেও রাজ্যের বর্তমান শাসক দলের সংঘাত হয়েছিল। কিন্তু বর্তমান রাজ্যপাল যেভাবে প্রতি মুহূর্তে ট্যুইট করে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার প্রতি ক্ষোভ উগরে দিয়ে চলেছেন তা সত্যিই অবাক করার মতো। তাজ্যপাল জগদীপ ধনকরের এমন মনোভাবে একদিকে যখন বিরোধীরা স্বস্তি পাচ্ছে তখন শাসক দল অসন্তোষ প্রকাশ করে তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করে চলেছে। সোমবার রাজ্যপাল ফের ট্যুইট করে রীতিমতো বিস্ফোরক মন্তব্য লিখলেন।
তিনটি ট্যুই্ট করেছেন রাজ্যপাল- সেখানে তিনি মূলত রাজ্য পুলিশের ডিজি, শাসক দল ও রাজ্য পুলিশকে বিঁধেছেন।এমনকী তিনি একটি ভিডিও পোস্ট করেছেন।
রাজ্য পুলিশের ডিজি উটপাখির মতো বালিতে মাথা গুঁজে আছেন। শোচনীয় আইন-শৃঙ্খলা নিয়ে তাঁর ডোন্ট কেয়ার ভাব দেখে আমি হতবাক। উনি রাজভবনের লিখেছেন,’ পশ্চিমবঙ্গ পুলিশ আইনে বর্ণিত পথই কঠোরভাবে অনুসরণ করে।’
রাজ্য তো জঙ্গি, অপরাধী, বেআইনি বোমা তৈরির স্বর্গোদ্যান।— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 21, 2020
ডিজি সম্পর্কে রাজ্যপাল লিখছেন-
“রাজ্য পুলিশের ডিজি উটপাখির মতো বালিতে মাথা গুঁজে আছেন। শোচনীয় আইন-শৃঙ্খলা নিয়ে তাঁর ডোন্ট কেয়ার ভাব দেখে আমি হতবাক। উনি রাজভবনে পাঠানো চিঠিতে লিখেছেন,’ পশ্চিমবঙ্গ পুলিশ আইনে বর্ণিত পথই কঠোরভাবে অনুসরণ করে।’ রাজ্য তো জঙ্গি, অপরাধী, বেআইনি বোমা তৈরির স্বর্গোদ্যান।
এবং @MamataOfficial মানবাধিকারের সবচেয়ে বড় বিপদঘন্টা। শাসক দলের হার্মাদদের দিয়ে বিরোধীদের উপর জুলুমবাজি এদের প্রধান কাজ হয়ে দাঁডিয়েছে।
এমনকী সাম্প্রদায়িক উত্তেজনার সময়েও এক চোখো হয়ে বিশেষ শ্রেণীর উপর ব্যবস্থা নেওয়া, অন্য অংশকে রক্ষা করার ঘটনা অনভিপ্রেত এবং গ্রহণীয় নয় pic.twitter.com/JGs4TkBkjD— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 21, 2020
শাসক দলের উদ্দেশ্যে লিখেছেন-
মমতা সরকার মানবাধিকারের সবচেয়ে বড় বিপদঘন্টা। শাসক দলের হার্মাদদের দিয়ে বিরোধীদের উপর জুলুমবাজি এদের প্রধান কাজ হয়ে দাঁডিয়েছে। এমনকী সাম্প্রদায়িক উত্তেজনার সময়েও এক চোখা হয়ে বিশেষ শ্রেণীর উপর ব্যবস্থা নেওয়া, অন্য অংশকে রক্ষা করার ঘটনা অনভিপ্রেত এবং গ্রহণীয় নয়।
@MamataOfficial এর পুলিশ ও প্রশাসনিক কর্তাদের একাংশ সরীসৃপে পরিণত হয়েছেন। ক্ষমতার অলিন্দে শুধু #MAP-র অবাধ যাতায়াত। সরকার-বহির্ভূত শক্তি প্রশাসনকে গ্রাস করেছে। যা অসাংবিধানিক ও অপরাধমূলক।
একমাত্র সংবিধান মেনে প্রশাসন পরিচালনাই যথার্থ।@WBPolice pic.twitter.com/A7uw6w8kew— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 21, 2020
রাজ্য পুলিশ সম্পর্কে রাজ্যপাল লিখছেন-
মমতা সরকারের পুলিশ ও প্রশাসনিক কর্তাদের একাংশ সরীসৃপে পরিণত হয়েছেন। ক্ষমতার অলিন্দে শুধু এমএপি-র অবাধ যাতায়াত। সরকার-বহির্ভূত শক্তি প্রশাসনকে গ্রাস করেছে। যা অসাংবিধানিক ও অপরাধমূলক। একমাত্র সংবিধান মেনে প্রশাসন পরিচালনাই যথার্থ কাজ পশ্চিমবঙ্গ পুলিশের।
Published on: সেপ্টে ২১, ২০২০ @ ১৭:২৮