মাঠে কাজ করার সময় বাজ পড়ে মারা গেল দুই গৃহবধূ

Main রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১, ২০২০ @ ২০:৪২

এসপিটি নিউজ,পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময় বাইরে থাকা উচিত নয়। কিন্তু মাঠে যারা কাজ করে তাদের ওইসময় কাজ থেকে বিরতি দেওয়া উচিত। সেটা হয় না বলে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটে। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় ঠিক তেমনই ঘটনা ঘটে গেল। ভারী বৃষ্টিপাত হচ্ছিল। সেই সঙ্গে বজ্রপাতও। মাঠে চাষের কাজ করছিলেন অনেকেই। বাজ পড়ে তাদের মধ্যে দুই গৃহবধূর মৃত্যু হল, আহত হল একজন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ভারী বৃষ্টি হচ্ছিল। সেইসময় মাঠে চাষের কাজ করছিলেন অনেকেই। আর তখন প্রচণ্ড শব্দে বাজ পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই গৃহবধূর। তাদের নাম-মিঠু শিং, বয়স আনুমানিক ৩১ বছর। বাড়ি ডেবরা থানার হাতিবেড়িয়া এলাকায়। অপর গৃহবধূর নাম রুমা বেরা, বয়স আনুমানিক ২৩ বছর। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার হাউরের সুন্দরনপুর এলাকায়। আর আহত ব্যক্তির নাম জগন্নাথ মাইতি। তার বাড়ি ডেবরা থানার রাধামোহনপুর এলাকার চকলালপুর এলাকায়।

মৃত দুই মহিলা ও আহত ব্যাক্তি একই জায়গায় চাষের কাজ করছিলেন।মাঠে তারা যখন কাজ করছিলো সেই সময় বাজ পড়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ডেবরা থানার পুলিশ। ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য জানান- “আমরা বাজ পড়ার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যাই,পুলিশকে বিষয়টি জানিয়েছি।আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।সরকারি ভাবে যা যা করনীয় আমরা করবো। আমরা মৃত দুই পরিবারের পাশে রয়েছি।আহতের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।আমরা তার পাশেও থাকবো।”

Published on: সেপ্টে ১, ২০২০ @ ২০:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =