ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকেকে শ্রদ্ধা জানাল গুগল

দেশ
শেয়ার করুন

Published on: এপ্রি ৩০, ২০১৮ @ ১৭:০৬

এসপিটি নিউজ ডেস্কঃ তাঁকে বলা হয় ‘ভারতীয় চলচ্চিত্রের জনক’।ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে তাঁর নাম আজও সমানভাবে অক্ষয় হয়ে আছে। তিনি হলেন ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে। যাঁকে আমরা দাদা সাহেব ফালকে নামে চিনি। আজ তাঁর ১৪৮তম জন্ম বার্ষিকী। গুগল তাঁর জন্ম বার্ষিকীতে দাদা সাহেব ফালকেকে শ্রদ্ধা জানিয়েছে।

১৮৭০ সালের ৩০ এপ্রিল বম্বে প্রেসিডেন্সির অন্তর্গত ত্র্যম্বকেশ্বর নেমে এক জায়গায় এক শিক্ষিত মারাঢ়ি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের একজন পরিচালক ও প্রযোজক ও লেখক। তাঁর পরিচালনায় রাজা হরিশচন্দ্র ছিল ভারতের সর্বপ্রথম পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র। এরপর তিনি প্রায় ২৪ বছর ধরে ভারতীয় চলচ্চিত্রে নিজের কর্মকুশলতা প্রদর্শন করে গেছেন।সেই হিসেবে তিনি ৯৫টি পূর্ণদৈর্ঘ্যের ও ২৬টি স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্মাণ করেছিলেন।

তিনি শিক্ষা গ্রহণ করেন মুম্বই-এ স্কুল অফ আর্ট-এ। এরপর তিনি যোগ দেন ভদোদরায় কলাভবনে। যেখানে তিনি মূর্তি গড়া, অঙ্কন, রঙ করা, কারিগরি বিদ্যা, ছবি তোলার শিক্ষায় রপ্ত হন। তাঁর ক্যারিয়ার শুরু হয় এক ছোট শহরের চিত্রগ্রাহক হিসেবে। তাঁর কর্মজীবন শুরু হয় আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়ার একজন ড্রাফটস্ম্যান হিসেবে। তিনি একদা বিখ্যাত পেইন্টার রাজা রবি ভার্মার সঙ্গেও কাজ করেছেন। ফালকে তাঁর নিজের প্রিন্টিং প্রেস-এ কাজ শুরু করেছিলেন। পরে তিনি জার্মানি গিয়ে অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে রপত করে আসেন।

এরপর তিনি ছবি আঁকার লাইন থেকে সরে এসে চলচ্চিত্রের দিকে ঝোকেন। ১৯১৩ সালে তিনি ভারতীয় চলচ্চিত্রের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করেন।

ভারত সরকার তাঁকে সম্মান জানাতে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। ভারতীয় সিনেমায় লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য এই সম্মান প্রদান করা হয়ে থাকে। এ প্ররযন্ত এই সম্মান পেয়েছেন শশি কাপুর, গুলজার, প্রাণ, শ্যাম বেনেগাল, আশা ভোঁসলে, লতা মঙ্গেস্কর, সত্যজিৎ রায়। এছাড়াও ১৯৭১ ভারতীয় ডাকঘর তাঁর মুখের ছবি দিয়ে পোস্ট স্ট্যাম্প চালু করে সম্মান প্রদর্শন করেন।

Published on: এপ্রি ৩০, ২০১৮ @ ১৭:০৬

ভারতীয় চলচ্চিত্রে তাঁর স্থান সবার উপরে আজও অক্ষয় হয়ে আছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 1 =