ভাঙলেন ব্রায়ান লারার রেকর্ড, অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডবল সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে ইতিহাস কোহলির

খেলা
শেয়ার করুন

এসপিটি স্পোর্টস ডেস্কঃ আবারও রেকর্ড।ক্রিকেট ইতিহাসে আরও একবার নিজের নামকে উজ্জ্বল করলেন বিরাট কোহলি।টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি ডবল সেঞ্চুরির মালিক হলেন তিনি।একই সঙ্গে পরপর দু’ইনিংসে দু’টি ডবল সেঞ্চুরি করে ছ’জন ব্যাটসম্যানের এলিট ক্লাবের সদস্যও হলেন ভারতীয় অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের ম্যাচে নাগপুর টেস্টে করেছিলেন অপরাজিত ২১৩রান। আজ সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই ঘরের মাঠ ফিরোজ শা কোটলায় করলেন আবারও এক ডবল সেঞ্চুরি-২৪৩।এর আগে একমাত্র ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ১৯৯৩ সালে ইংল্যান্ড ও জিম্বাবয়ের বিরুদ্ধে বিনোদ কাম্বলি। তবে ওয়ালি হ্যামন্ড একাই একমাত্র এই সম্মান দু’বার অর্জন করেছেন।

ইতিমধ্যে ভারতীয় অধিনায়ক হিসেবে কোহলি তাঁর পুর্বসূরীদের পিছনে ফেলে দিয়েছেন। প্রতিটি ম্যাচেই তিনি রেকর্ডের চমক দেখিয়ে চলেছেন। তিনি যখন ব্যাট হাতে মাঠে নামেন তখন ক্রীড়া সাংবাদিক, ধারাভাষ্যকার থেকে শুরূ করে ক্রীড়া বিশ্লেষক সকলেই মুখিয়ে এই বুঝি নতুন কিছু হল। একমাত্র টেস্ট ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি ছ’টি ডবল সেঞ্চুরি করে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন ব্রায়ান লারাকে পিছনে ফেলে দিলেন।এর আগে এই কৃতিত্ব ছিল লারার। তাঁর ছিল পাঁচটি ডবল সেঞ্চুরি।তবে ভারতের দীর্ঘ ৮৩ (১৯৩২-২০১৫)বছরের টেস্ট কেরিয়ারের ইতিহাসে এই রেকর্ড অতীতে কোনও ভারতীয় অধিনায়ক অর্জন করতে পারেননি। সুনিল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার, ধোনি কেউ না।সেক্ষেত্রে এক নয়া মাইনফলক স্থাপন করলেন কোহলি।যা তিনি ঘটিয়েছেন মাত্র এক বছরে-২০১৬ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলি ২০০ রানের ইনিংস দিয়ে তাঁর ডাবল সেঞ্চুরির খাতা খোলেন।

মজার বিষয় হল- টেস্ট কেরিয়ারের প্রথম পাঁচ বছরে কিন্তু কোহলির কোনও ডবল সেঞ্চুরি আসেনি। ২০১৫ সাল পর্যন্ত ৪১ টেস্টে ৭২ টি ইনিংসে ১১টি সেঞ্চুরি ছিল, সর্বোচ্চ ছিল ১৬৯ রান। কিন্তু গত ১৮ মাসে তাঁর কেরিয়ার গ্রাফ ক্রমশ উর্দ্ধমুখী।  ২২ টি টেস্টে ৩৩ টি ইনিংস খেলে ৯টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ছ’টি ডবল সেঞ্চুরি। এই দিক দিয়ে তিনি বীরেন্দ্র শেহবাগ ও শচীনের সঙ্গে একই সারিতে বসলেন।

একই সঙ্গে ভিনু মানকরকে অনুসরন করে একই সিরিজে ডাবল সেঞ্চুরি করার জন্য দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কৃতিত্ব অর্জন করলেন কোহলি। ১৯৫৫-৫৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজে কৃতিত্ব অর্জন করেছিলেন মানকর। অধিনায়কদের মধ্যে পঞ্চম খেলোয়াড় হিসেবে কোহলি ব্র্যাডম্যান, গ্রেম স্মিথ, ব্রেন্ডন ম্যাককালাম এবং মাইকেল ক্লার্ক (দুবার) পরে এই কৃতিত্বের অধিকারী হলেন। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই বছরের (২০১৬-২০১৭) মধ্যে তিনটি ডাবল সেঞ্চুরি করার রেকর্ডও গড়লেন কোহলি।

দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে করা কোহলির ২৪৩ রান এ পর্যন্ত  টেস্টে তার সর্বোচ্চ ইনিংস। এতদিন ওয়াংখেড়েতে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ২৩৫ রান ছিল সেরা। ১৪ বার তিনি তার সর্বোচ্চ স্কোর ভেঙেছেন। ১৫, ২৭, ৩০, ৫২, ৬৩, ৭৫, ১১৬, ১১৯, ১৪১, ১৬৯, ২০০, ২১১, ২৩৫, এবং ২৪৩-এ। কোহলি তার প্রথম ইনিংসে ৪ রান দিয়ে শুরু করেছিলেন। সর্বোচ্চ স্কোর ভাঙার ক্ষেত্রে কোহলির পিছনে দিলীপ বেঙ্গসরকার। তিনি ১১ বার তার সর্বোচ্চ স্কোর ভেঙেছেন। তবে মুস্তাক আহমেদ, ড্যামিয়েন মার্টিন, জ্যাক ক্যালিস ও কুমার সাঙ্গাকারারা প্রত্যেকেই ১০বার করে তাদের সর্বোচ্চ স্কোর ভেঙেছেন।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 5