
হাওড়া, ২৯ নভেম্বরঃ বুধবার সকালে বেলুড় মঠে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন রাষ্ট্রপতি সকাল ১১ টার সময় বেলুড় মঠে আসার পরে স্বামীজির বাসগৃহ রামকৃষ্ণ মন্দিরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন রাষ্ট্রপতি বেলুড় মঠের অধ্যক্ষের সঙ্গেও সাক্ষাৎ করেন রামনাথ কোবিন্দ। প্রায় ৪৫ মিনিটের এক সফরে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।মঙ্গনবারই নেতাজী ইন্ডোরে সংবর্ধনার অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বেলুড় মঠে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন।সেই মতোই তিনি এদিন মঠে এসেছিলেন।https://wp.me/p9qeYB-8d