
Published on: অক্টো ৭, ২০১৮ @ ১৭:১৭
এসপিটি নিউজ, বারুইপুর, ৭ অক্টোবরঃ ভয়াবহ বিস্ফোরণ ঘটল দক্ষিণ ২৪ পরগনার একটি বাজি কারখানায়। গোবিন্দপুর বাইপাসের ধারে ওই বাজি কারখানায় তিনবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর বাজি কারখানাটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। কাজখানায় ১০জন শ্মিক আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন কর্মচারীকে আটক করা হলেও মালিক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা পুলিশ। ছবি-এএনআই(ট্যুইটার)
Published on: অক্টো ৭, ২০১৮ @ ১৭:১৭