পুলওয়ামা হামলার দিনে নাশকতার ছক ভেস্তে দিল জম্মু পুলিশ

Main দেশ প্রতিরক্ষা
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৪, ২০২১ @ ১৭:৩০

এসপিটি নিউজ:   আগে থেকেই সতর্ক ছিল জম্মু পুলিশ। ফলে বড় ধরনের কিছু ঘটেনি। পুলওয়ামা হামলার দিনে বড় ধরনের নাশকতার ছক ভেস্তে দিয়েছে তারা। একই সঙ্গে ঘটিনাস্থল থেকে উদ্ধার হয়েছে সাড়ে ছয় কেজি বিস্ফোরক আইইডি। গ্রেফতার করা হয়েছে একজনকে।

জম্মু পুলিশের আইজি মুকেশ সিং জানিয়েছেন যে পুলওয়ামার হামলার বার্শিকীতে জঙ্গিরা হামলার ছক কষছে। তারা বড় ধরনের নাশকতা ঘটাতে পারে। আমরা সেই মতো সতর্ক হয়েছিলাম। সেই মতো গত কাল রাতে আমরা সোহেল নামে একজনকে গ্রেফতার করি। তাকে জিজ্ঞাসাবাদ করে সারে ছয় কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাএর পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জেরায় সে জানিয়েছে যে চন্ডীগড়ে সে পড়াশুনো করেছে। পাকিস্তানের আলবদর তানজিমের কাছ থেকে এখানে আইইডি লাগানোর বার্তা পেয়েছিলেন। আইইডি স্থাপনের জন্য সোহেলকে তিন-চারটি লক্ষ্যবস্তু দেওয়া হয়েছিল, তার পরে তাকে শ্রীনগরে নিয়ে যাওয়ার কথা ছিল যেখানে অথর শাকিল খান নামে আলবদর তানজিমের একজন ওভার গ্রাউন্ড ওয়ার্কার তাকে পেয়ে যেত।

জম্মু পুলিশের আইজি মুকেশ সিং জানিয়েছেন- চণ্ডীগড়ের কাজী ওয়াসিম নামে এক ব্যক্তিও এই বিষয়ে সচেতন ছিলেন, তাকেও ধরে রাখা হয়েছে। আমরা আবিদ নবী নামে একজনকেও গ্রেফতার করেছি।

Published on: ফেব্রু ১৪, ২০২১ @ ১৭:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 − = 29