পুলওয়ামায় সশস্ত্র জঙ্গি হামলা প্রধানমন্ত্রীর বিদেশ নীতির ব্যর্থতার প্রতীক-বলছে কংগ্রেস

দেশ
শেয়ার করুন

Published on: ডিসে ৩১, ২০১৭ @ ১৬:২৩

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (পিটিআই): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলায় সরকারকে দোষারোপ করে কংগ্রেস জানিয়েছে, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈদেশিক নীতির ব্যর্থতার প্রতীক।পার্টির মুখপাত্র সুস্মিতা দেব বলেন, এই ধরনের পুনরাবৃত্তিমূলক হামলা একটি বার্তা পাঠায় যে, জাতীয় শক্তি বিরোধী ভারতকে ভয় পায় না।

নির্বাচনের সময়, মোদি বলেছিলেন ভারত একটি শক্তিশালী জাতি। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় নিহতদের সংখ্যা ক্রমশ বাড়ছে,  রবিবার দেব সাংবাদিকদের এক প্রেস কনফারেন্সে একথা বলেন।তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতির ব্যর্থতার প্রতীক, তিনি বলেন, কংগ্রেস চাইছে যে তিনি ভারতের বহিরাগত ও অভ্যন্তরীণ শত্রুদের প্রতিরোধ করতে দৃঢ় পদক্ষেপ নিন। দেব বলেন, দেশের নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণ করলে তাকে কংগ্রেস সমর্থন করবে।

দুইজন গুরুতর সশস্ত্র জঙ্গি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ১৮৫তম ব্যাটালিয়ন ক্যাম্পে পুলওয়ামাতে   অবন্তিপোরে হামলা চালায় এবং দুইজন আহত হন।

Published on: ডিসে ৩১, ২০১৭ @ ১৬:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 14 = 21