‘পিএম মোদি’, ‘মনমোহন সিং’-এর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ফিল্ম ‘বাঘিনী’

দেশ বিনোদন রাজ্য
শেয়ার করুন

আগামী ৩রা মে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তৈরি ‘বাঘিনী বেঙ্গল টাইগ্রেস’ গোটা দেশে মুক্তি পেতে চলেছে

Published on: এপ্রি ১৩, ২০১৯ @ ১৭:১৭

এসপিটি নিউজ ডেস্কঃ ‘পিএম নরেন্দ্র মোদি’ এবং ‘মনমোহন সিং’এর পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ফিল্ম তৈরির কাজ শেষ হয়েছে।বলা হচ্ছে যে নির্বাচনের সময় ‘পিএম মোদি’ ফিল্ম নিয়ে যে হইচই শুরু হয় যার ফলে নির্বাচন কমিশন ছবিটির মুক্তি প্রকাশ আটকে দেয়। কিন্তু পিএম মোদিকে রাজনৈতিক ভাবে নয় ছবির পর্দায় মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে হারাতে চেষ্টা চলাচ্ছেন। আগামী ৩রা মে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তৈরি ‘বাঘিনী বেঙ্গল টাইগ্রেস’ গোটা দেশে মুক্তি পেতে চলেছে।

ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করা হয়নি

1) এই ফিল্মটি কোনও বায়োপিক নয় অবশ্য এখন ফিল্মটি ধীরে ধীরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে।কারণ এখন নির্বাচনের সময় চলছে, যেখানে ‘পিএম মোদি’ ফিল্মটিকে এতই হইচই শুরু হয়ে যায় যার জন্য তা মুক্তি পেতে পারে নি এরই মধ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটি ফিল্ম পর্দায় উঠে আসতে চলেছে। যদিও ফিল্ম নির্দেশক ও পরিচালক দাবি করেন যে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বায়োপিক নয়, কিন্তু পোস্টার দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটি দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তৈরি বাঘিনী। এই ছবিটিতে পিএম মোদির উপর কোনও কটাক্ষা না থাকলেও জ্যোতি বসুর চরিত্র তুলে ধরা হয়েছে, যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এক বড় ধরনের আন্দোলন গড়ে তুলছিলেন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে লড়াই চরম পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলেন।

এক সাধারণ মহিলার মহান হয়ে ওঠার গল্প

2) এই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া হয়নি কিন্তু তার জায়গায় ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া হয়েছে। ছবিতে দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টাডি করে ফিল্মটি বানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল, চলন, ওঠা-বসা-কথা বলার ধরন খুব সতর্কতার সঙ্গে স্টাডি করার কথা বলা হয়েছে।

3) ছবির প্রযোজক ও লেখক পিংকি পাল জানিয়েছেন যে এটি রাজনীতির জন্য তৈরি করা হয়নি, কিন্তু এটি একটি সাধারণ মহিলার মহান হয়ে ওঠার গল্প। যেখানে সিনেমার পরিচালক নিহাল দত্তকে জিজ্ঞেস করা হয়েছিল যে, এই ছবিতে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর হয়ে ওঠার কোনও কাহিনী দেখা যাবে কিনা? জবাবে নিহাল মুচকি হেসে বলেন, সেটা বাঘিনী দেখার পরই না হয় জানতে পারবেন।

Published on: এপ্রি ১৩, ২০১৯ @ ১৭:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 3 =