ধামসা-মাদলের তালে আদিবাসী নাচে পঞ্চায়েত ভোটের প্রচার জমিয়ে দিল বিজেপি

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ১০, ২০১৮ @ ২২:৩২

এসপিটি নিউজ, খড়্গপুর, ১০ মেঃ তৃণমূল কংগ্রেসের সভায় সাধারণত এমন ছবি দেখা যায়। ধামসা-মাদল নিয়ে আদিবাসীদের নাচ। সাঁওতালি গানের তালে তালে নাচ। এমন কত কী! কিন্তু তা বলে বিজেপির সভায় এমন দৃশ্য! হ্যাঁ, অভিনেতা কৌশিক চক্রবর্তী এসছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর-কেশিয়াড়িতে পঞ্চায়েত ভোটের প্রচারে। সেখানে তাঁর উপস্থিতিতে যে উচ্ছ্বাস দেখা গেল তা সত্যিই শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে মোটেই স্বস্তিদায়ক নয়।

তৃণমূলের বহু নেতা পঞ্চায়েত ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরে সভা করতে আসছেন। তারা বিজেপির বিরুদ্ধে প্রচারও করছে। কিন্তু বৃহস্পতিবার যা দেখা গেল অর্থাৎ গ্রামের মানুষের এমন জমায়েত আর তা গোটাটাই উৎসবের মেজাজে হল। যা সত্যিই তৃণমূলের চিন্তা বাড়িয়ে দিল। অভিনেতা কৌশিক চক্রবর্তীকে সামনে রেখে ধামসা বাজিয়ে যে আড়ম্বর দেখাল তা কিন্তু মনে রাখার মতো।

শাসক দলের ডেরায় এসে বিজেপি প্রার্থীর সমর্থনে অভিনেতা কৌশিক চক্রবর্তী তৃণমূলের বিরুদ্ধে যা বললেন তা ও মানুষ দাঁড়িয়ে শুনলেন শুধু নয়, হাততালি দিয়ে তাকে মান্যতাও দিলেন। তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে কৌশিক বলেন, “তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতগুলি দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছিল। গরিব মানুষের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস আত্মসাৎ করেছে। যার ফলে গরিব মানুষের কোনও উন্নয়নই হয়নি।” কৌশিকের আরও অভিযোগ, “হেরে যাওয়ার আশঙ্কায় বিজেপি কর্মীদের উপর হামলা ও সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।”

Published on: মে ১০, ২০১৮ @ ২২:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 5 =