Published on: মার্চ ৩০, ২০১৯ @ ১০:৩১
এসপিটি নিউজ, নিউ দিল্লি, ৩০ মার্চঃ দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি রে-রে করে উঠেছিল যে মিশন শক্তির সাফল্যের ঘোষণার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি নির্বাচনের আদর্শ আচরনবিধি লঙ্ঘন করেছেন। তা নিয়ে তারা কমিশনের কাছে অভিযোগও জানিয়েছিল। কিন্তু, না- শেষ পর্যন্ত তাদের অভিযোগ ধোপে টিকল না। কমিশন সাফ জানিয়ে দিল যে দেশের নিরাপত্তার সাফল্যের ঘোষণায় প্রধান নরেন্দ্র মোদি কোনও আদর্শ আচরনবিধি লঙ্ঘন করেননি।
এক বিবৃতি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে-“কমিটি সিদ্ধান্তে এসেছে যে সরকারি সংবাদ মাধ্যমের অপব্যবহার সংক্রান্ত আদর্শ আচরণবিধির চার এবং পাঁচ নম্বর প্রচ্ছদ অনুযায়ী এই ঘটনায় প্রয়োগ হয়নি।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের নিরাপত্তার স্বার্থে কোনও পদক্ষেপ করা হলে তার জন্য সরকারকে আলাদা করে অনুমতি নিতে হয় না।
অ্যান্টি স্যটেলাইট মিশাইল বা এ-স্যাট যাকে মিশন শক্তি নামে অভিহিত করা হয়েছে তার সফল উৎক্ষেপন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যানিয়ে বিরোধীরা অভিযোগ তুলেছিল যে তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু নির্বাচন কমিশন সেই অভিযোগ নাকচ করে দিল।
Published on: মার্চ ৩০, ২০১৯ @ ১০:৩১