জানেন কি কোন কোন দেশ সর্বপ্রথম ২০১৯ সালকে স্বাগত জানাল

Main বিদেশ
শেয়ার করুন

Published on: ডিসে ৩১, ২০১৮ @ ২১:৪০

এসপিটি নিউজ ডেস্কঃ ভারত সহ বেশ কিছু দেশে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে। কিন্তু পৃথিবীর বেশ কিছু দেশ ইতিমধ্যেই নতুন বছর ২০১৯ -কে স্বাগত জানিয়ে ফেলেছে। সেইসব দেশে নতুন বছর শুরু হয়ে গেছে। ভাবছেন তো কোন দেশগুলি আমাদেরও আগে নতুন বছরকে স্বাগত জানিয়ে ফেলেছে আর আমাদেরও পরে স্বাগত জানাতে চলেছে- তাহলে জেনে নিন এই প্রতিবেদনে।

অশিয়ানিয়া মহাদেশের প্যাসিফিক আইল্যান্ড দেশ হল কিরিবাটি। অনেকেই আপনারা এই দেশটির নামই শোনেননি। দেশটি ইতিমধ্যে ২০১৯ সালকে স্বাগত জানিয়ে ফেলেছে। তাদের দেশের আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে বিদায় নিয়েছে ২০১৮ সাল। কিরিবাটিতে নিরক্ষরেখা বরাবর নিচু বিন্দুগুলি তৈরি হয় যা তিনটি সময়ের অঞ্চলকে স্পর্শ করে, যার মধ্যে প্রথমটি লন্ডনে মধ্যরাতের ১৪ঘন্টা আগে নতুন বছরটি দেখায়।

সর্বপ্রথম এখানেই ইংরাজি নববর্ষ উদযাপিত হল। এরপর একে একে নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া, জাপান, দ. কোরিয়া, উ. কোরিয়া, চিন, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, বাংলাদেশ, নেপাল, ভারত ও শ্রীলঙ্কা, পাকিস্তান, আজারবাইজান, ইরান, তুর্কি, কিনিয়া, রাশিয়া, গ্রিস, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, হাঙ্গেরি, এবং মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলি, জার্মানি, ফ্রান্স, ইতালি, আলজেরিয়া, বেলজিয়াম, স্পেন, লন্ডন, আয়ার্ল্যান্ড, ঘানা, আইসল্যান্ড, পর্তুগালে আজই পালিত হবে। আর মঙ্গল্বার নতুন বছর আসছে বিশ্বের যে দেশগুলিতে সেগুলি হল যথাক্রমে-ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, কানাডা, বলিভিয়া, পুয়ের্তিরিকো, পূর্ব আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ডেট্রয়েট, কিউবা, এরপর চিকাগো, কলোরাড, আরিজোনা, লা, নেভাডা, আলাস্কা, হাওয়াই, আমেরিকান সামোয়া, বেকার আইল্যান্ড, হাউল্যান্ড আইল্যান্ড।

Published on: ডিসে ৩১, ২০১৮ @ ২১:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

50 − 41 =