সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: জানু ২৮, ২০১৮ @ ০০:২১
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৭ জানুয়ারিঃ গত এক মাস ধরে মেদিনীপুর শহরে কোতয়ালি থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে গেছে। মানুষ এই চুরির ঘটনায় যারপরনাই নাজেহাল। পুলিশকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এর মধ্যে আজ প্রকাশ্যে চলন্ত গাড়ি থেকে তেলের পেটি চুরি করে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যায় একজন। আর তারপর শুরু হয় গণধোলাই। বাসিন্দারা চুরি করে নিয়ে পালানো সেই ছেলেটিকে ধরে টেলিফোনের পোস্টে বেঁধে ফেলে মারতে শুরু করে। কোতয়ালি থানার পুলিশের উপর আস্থা রাখতে না পেরে তারা নিজেরাই চোরকে শাস্তি দিয়ে ছেড়ে দেয়।
ঘটনায় প্রকাশ, শনিবার দুপুরে মেদিনীপুর শহরের দাড়বান্ধ এলাকায় সরষের তেলের একটি গুদাম থেকে সরষের তেলের পেটি ত্রলিতে করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। গাড়িটি ছাড়া মাত্রই সেই চলন্ত গাড়ি থেকে তেলের পেটি চুরি করে নিয়ে পালাচ্ছিল তিন যুবক। স্থানীয় বাসিন্দারা তা দেখা মাত্রই চোরেদের পিছু নেয়। দু’জন পালাতে সফল হলেও একজন ধরা পড়ে যায়।
মেদিনীপুর দেওয়ান বস্তির ঐ যুবকের নাম শেখ রৌশন। বাসিন্দারা তাকে ধরে কাছের একটি টেলিফোন পোস্টে বেঁধে ফেলে পাটাতে শুরু করে। গন্ধোলাই দিতে তাকে ছেড়ে দেয়। বাসিন্দারা জানায়, পুলিশের হাতে তুলে দিলে পুলিশ ছেড়ে দেবে। তাই বাধ্য হয়ে তারা গনধোলাই দিয়ে ছেড়ে দিল।
Published on: জানু ২৮, ২০১৮ @ ০০:২১