
সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
Published on: জানু ১৩, ২০১৮ @ ০০:২৫
এসপিটি নিউজ, গঙ্গাসাগর, ১২ জানুয়ারিঃ আজ থেকে পুরোদমে শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা। ৯ তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে মেলা শুরু হলেও মূল কর্মসূচি শুরু হল আজ শুক্রবার থেকে। এদিন মেলা প্রাঙ্গনে আসেন রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও অরূপ বিশ্বাস। তবে মেলায় এদিন বিশেষ অভ্যাগতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জগদগুরু শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। বয়স হওয়ায় তার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গঙ্গাসাগরে আরও এক উল্লেখযোগ্য দিক ছিল-তা হল, দক্ষিণ ২৪ পরগণার জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ নিজে তীর্থযাত্রীদের সেবার ভার তুলে নেন। খাবার পরিবেশন করেন নিজের হাতে। যা ছিল এদিনের ব্যতিক্রমী ঘটনা।
বাংলায় কোনও জাতপাতের ভেদাভেদ নেই। এখানে আছে সর্বধর্ম সমন্বয়ের পরিবেশ। সেই পরিবেশকেই অক্ষত রাখতে এদিন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ গিয়েছিলেন গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের সঙ্গে দেখা করতে। তিনি মেলায় গিয়ে তীর্থযাত্রীদের খোঁজখবর নেন। গুরুত্বপূর্ণ জায়গাগুলি ঘুরে দেখেন। পরে রাতের দিকে তিনি আসেন খাবারের জায়গায়। যেখানে তীর্থযাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনি নিজে এগিয়ে যান তীর্থযাত্রীদের সঙ্গে কথা বলতে। জানেন তাদের কাছে থেকে বেশ কিছু বিষয়। এর পর তিনি খাবার পরিবেশনের হাতা নিজের হাতে তুলে নেন। নিজেই পরিবেশন শুরু করে দেন তীর্থযাত্রীদের। তাঁর এমন ভূমিকায় যারপরনাই মুগ্ধ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীরা। সকলেই প্রশংসা করছেন পশ্চিমবঙ্গ সরকারের। প্রথমে শামিমা শেখের পরিচয় কেউ জানতেন না। পরে যখন তাঁরা জানতে পারলেন জেলা পরিষদের সভাধিপতি নিজের হাতে খাবার পরিবেশন করছেন তখন তাঁরা আপ্লুত।শামিমা শেখ বিষয়টিকে বড় করে দেখতে রাজী নন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, এটা খুবই সাধারণ ব্যাপার। বাড়িতে অতিথি এলে তাকে যেমন খাবার পরিবেশন করে থাকি এখানেও আমি আমাদের অতিথিদের খাবার পরিবেশন করলাম। এখানে আসা সকল তীর্থযাত্রীই তো আমাদের রাজ্যের অতিথি।
এরই মধ্যে এদিন গঙ্গাসাগর মেলায় পা রাখলেন জগদগুরু শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। তিনি রাজ্য সরকারের বিশেষ অতিথি হিসেবে ১৪ তারিখ পর্যন্ত থাকবেন। ১৫ তারিখ তিনি তার গন্তব্যে রওনা দেবেন বলে জানিয়েছেন মেলার অন্যতম দায়িত্বে থাকা সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা।
Published on: জানু ১৩, ২০১৮ @ ০০:২৫