কোভিড-১৯ পরবর্তীতে রাজস্থান পর্যটনে অফার, প্যালস অন হুইলস এবার আপনার নাগালে, শুনুন আধিকারিকের মুখে

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১৮, ২০২১ @ ০১:৩০
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৮ আগস্ট:  কোভিড-১৯ পর্বর্তী সময়ে দেশজুড়ে পর্যটন ব্যবস্থা স্ক্রিয় হতে শুরু করেছে। সেই অনুযায়ী রাজস্থান পর্যটন তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। পর্যটকদের জন্য তারা খুলে দিয়েছে সমস্ত দ্রষ্টব্য স্থান। ইতিমধ্যেই কলকাতা থেকে অনেকেই পুজোর ছুটিতে ভ্রমণের পরিকল্পনা করতে শুরু করেছেন। রাজস্থান পর্যটন বিভাগ পশ্চিমবঙ্গ থেকে যাওয়া সমস্ত পর্যটকদের স্বাগতা জানাতে প্রস্তুত হয়ে আছে। রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলজ দন রতনু সংবাদ প্রভাকর টাইমসকে বিশেষ সাক্ষাৎ কারে জানালেন পর্যটকদের জন্য নানা তথ্য যা তাদের রাজস্থান ভ্রমণে সহায়তা করবে।

পশ্চিমবঙ্গের পর্যটকদের স্বাগত জানাতে তৈরি

আরটিডিসি-র কলকাতার হিঙ্গলজ দন রতনু পশ্চিমবঙ্গ থেকে ঘুরতে যাওয়া স্কল পর্যটকদের জানালেন- “রাজস্থান পর্যটন ও রাজস্থান পর্যটন বিকাশ নিগম কোভিড-১৯ এর পর পুনরায় আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত। রাজস্থানে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। কোভিড-১৯ বিধি মেনে আপনারা সকলেই রাজস্থানে ঘুরতে আসতে পারেন। সরকারের দিক থেকে সব রকমের সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে পর্যটকদের জন্য। যেখানে অতিথি পরিষেবা থেকে শুরু করে পর্যটকদের সুরক্ষার সমস্ত বন্দোবস্তই করা হয়েছে। এটা রাজস্থানের দীর্ঘদিনের রীতি-রেওয়াজ।”

সমস্ত হোটেল খুব ভালভাবে স্যানিটাইজ করা হয়েছে

রাজস্থান পর্যটন বিকাশ নিগমের সমস্ত হোটেল খুব ভালভাবে স্যানিটাইজ করা হয়েছে। সেখানে পর্যটকদের জন্য থাকা-খাওয়ার সুবন্দোবস্ত রাখা হয়েছে। আমাদের বিভাগের উচ্চ আধিকারিক, আমাদের ম্যানেজিং ডাইরেক্টর সুখিয়া গোহানজি ,এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. মনীশ আসরা, এক্সিকিউটিভ ডাইরেক্টর(ফাইনান্স) সুশীল শর্মাজি, আর এক এক্সিকিউটিভ ডাইরেক্টর মাধব শর্মাজি, জিএম(এইচআরডি) ঊমেশ শর্মাজি আমাদের গোটা টিম রাজস্থানে ঘুরতে আসা সমস্ত বাঙালি পর্যটককে হার্দিক স্বাগত জানাচ্ছি।বলেন হিঙ্গলজজি।

পর্যটকদের জন্য থাকছে অফার

রাজস্থান পর্যটন বিভাগের আধিকারিক বলেন-“রাজস্থানের সমস্ত মনুমেন্টস খোলা আছে। আর তা নিরাপদ, সুরক্ষিত এবং স্যানিটাইজ আছে।রাজস্থান পর্যটন বিকাশ নিগমের পক্ষ থেকে বেশ কিছু অফার দেওয়া হয়েছে। যার মধ্যে সিনিয়র সিটিজেনদের ডিসকাউন্ট আছে, সরকারি কর্মচারীদের ৩০ শতাংশ ছাড়ের ব্যবস্থা আছে, সিনিয়র সিটিজেনদের ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা আছে, মহিলাদের জন্যও আছে ছাড়ের ব্যবস্থা। একই সঙ্গে সমস্ত হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। একই সঙ্গে লোকনৃত্য, নৈশ ভোজ এসবই প্যাকেজের মধ্যে যুক্ত করা আছে।”

প্যালেস অন হুইল নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন আধিকারিকরা

“বহু হোটেল আছে যা আমাদের ঐতিহ্যশালী সম্পত্তি। যার মধ্যে আছে ঝুমর বাউড়ি, পুষ্কর সরোবর, মাউন্ট আবুর চুড়া, আনন্দ ভবন। একই সঙ্গে আমাদের প্যালেস অন হুইল ফের সকলের সামনে আসার জন্য প্রস্তুত হয়ে আছে।এর মহাপ্রবন্ধক এসআর জাটুরিয়া সাহেব এবং জিএম এইচ আরডি ঊমেশ শর্মাজি খুব শীঘ্রই কলকাতায় আসছেন। কলকাতা ও তার আশপাশের ট্রাভেল এজেন্টদের সঙ্গে সাক্ষাত করবেন। একই সঙ্গে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। প্যালেস অন হুইলসের ট্যারিফ কম করে্ দেশের পর্যটকদের জন্য তা আরও আকর্ষনীয় করবেন।”

তৎপর পর্যটনের পরিবহন বিভাগও

হিঙ্গলজজি বলেন- “রাজস্থান পর্যটন বিকাশ নিগম আজ আরও একবার প্রকৃতির শোভার উপর চলার জন্য তৎপর হয়ে আছে। এর সঙ্গে আমাদের হোটেল ছাড়াও পরিবহনও কাজ করছে।যার মহাপ্রবন্ধক শ্রী তেজ সিং রাঠোর দারুন কাজ করছেন। ছোট থেকে বড় সব রকমের গাড়ির ব্যবস্থা ছে। আর তা নিরাপদ, সুরক্ষিত। পর্যটকদের নিরাপত্তা, সুরক্ষা ও তাদের পরিষেবা দেওয়া আমাদের মুখ্য উদ্দেশ্য।”

 

Published on: আগ ১৮, ২০২১ @ ০১:৩০


শেয়ার করুন