Reporter: Biswajit Pande
Published on: আগ ২৮, ২০২০ @ ১১:২৩
এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল ঢুকে গ্রামের পর গ্রাম প্লাবিত করেছে। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকালই কেশপুর ব্লকের বিডিও দীপক ঘোষ, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা দে সেনগুপ্ত সহ প্রশাসন ও পঞ্চায়েতের আধিকারিকরা নৌকায় করে প্লাবিত এলাকা পরিদর্শন করেন। দুর্গত এলাকাগুলি ঘুরে দেখে তারা সাহায্যের আশ্বাস দিয়েছেন।
কেশপুরের বিডিও দীপক ঘোষ জানিয়েছেন- ব্লক প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বৃষ্টি থামছে ধীরে ধীরে জল নেমে যাবে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় যোগাযোগের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি কেশপুর ব্লকের প্লাবিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।তিনি জানান, বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে প্রচুর আমন ধানের চাষ এবং সবজির চাষ নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত চাষীদের সাথে কথা বলেন। রমাপ্রসাদ গিরি বলেন চাষীদের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি এদিন আশ্বাস দেন।
Published on: আগ ২৮, ২০২০ @ ১১:২৩