Published on: ফেব্রু ৩, ২০২১ @ ০৯:৪২
এসপিটি নিউজ, কলকাতা, ৩ ফেব্রুয়ারি: ধীরে ধীরে খুলে যাচ্ছে কলকাতা বিমানবন্দরের প্রায় একাধিক রুটের বিমান পরিষেবা ব্যবস্থা। আগেই শিলং, পাকিয়ং থেকে নানা রুটেই দেশের মধ্যে যাত্রীরা তাদ্র পছন্দের জায়গায় ভ্রমণ করতে পারবেন।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, কোভিড-১৯ মহামারীরর জন্য কলকাতা-শিলং-কলকাতা রুটে বিমান পরিষেবা বন্ধ ছিল। ফের এই পরিষেবা খুলে দেওয়া হয়েছে যাত্রীদের জন্য। সেই উপলক্ষ্যে IndiGo6E উড়ান পরিষেবার মাধ্যমে এই রুটে ফের যোগাযোগ চালু করেছে।
Connectivity on Kolkata-Shillong-Kolkata route takes off, once again!@IndiGo6E flight that has resumed services btwn @aaishillong Airport & @aaikolairport w.e.f 1st Feb'21 received water canon salute. Operations that were suspended due to #COVID19 to serve 6 days except Sundays. pic.twitter.com/Tyni80z8VT
— Airports Authority of India (@AAI_Official) February 2, 2021
বিমানবন্দর সূত্রে আরও জানানো হয়েছে, বিমান বিটিডব্লিউএন সেবা চালু করেছে। গত ১ ফেব্রুয়ারি বিমানটিকে ওয়াটার ক্যানন স্যালুট জানানো হয়। কোভিড-১৯ এর কারণে এই রুটের অপারেশনগুলি বন্ধ হয়ে গেলেও এখন থেকে তা আবার শুরু হয়ে গেল। এখন থেকে রবিবার ছাড়া সপ্তাহে ছয় দিন কলকাতা-শিলং-কলকাতা রুটে বিমান উড়বে।
Published on: ফেব্রু ৩, ২০২১ @ ০৯:৪২