করোনা ছিনিয়ে নিল সবং থানার তরুন পুলিশ অফিসারের প্রাণ

কোভিড-১৯ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৫, ২০২০ @ ২৩:২৭

Reporter: Biswajit Panda

এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর:  অনেক চেষ্টা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হল না। করোনা ছিনিয়ে নিল সবং থানার তরুন পুলিশ অফিসারের প্রাণ। গত ছয় মাস ধরে নাওয়া-খাওয়া ভুলে করোনা যোদ্ধা হয়ে যেভাবে নিরলস মানুষের সেবায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন এখন এলাকার মানুষ তা বুঝতে পারছে। এতদিন যিনি করোনা আক্রান্তদের পাশে থেকে তাদের সাহায্য করছিলেন অবশেষে সবং থানার মেজবাবু অতনু প্রামাণিক নিজেই শেষে করোনায় আক্রান্ত হয়ে মাত্র 38 বছর বয়সেই চির বিদায় নিলেন। এত অল্প বয়সে একজন দক্ষ পুলিশ অফিসারের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা। পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন থেকে তাঁর পরিবারে সর্বত্র শোকের ছায়া।

জানা গিয়েছে, গত 5 সেপ্টেম্বর সবং হাসপাতালে আ্যন্টিজেন পরীক্ষায় পজিটিভ হওয়ার পরেই ডেবরা সেফ হোমে ভর্তি করা হয় অতনুবাবুকে। জ্বর না কমায় দু’দিন পরেই 7 সেপ্টেম্বর তাঁকে পাঠানো হয় শালবনী লেভেল ফোর করোনা হাসপাতালে। এরপরই সোমবার তাঁকে পাঠানো হয় হাওড়ার নারায়ণী হাসপাতালে। সেখানেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

আরও জানা গিয়েছে, এক বছর হয়েছে এই পুলিশ আধিকারিক সবং থানায় সেকেন্ড অফিসার বা মেজবাবু হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। দক্ষ ও সৎ পুলিশ আধিকারিক হিসেবে তাঁর সুনাম ছিল এলাকায়। বাড়িতে স্ত্রী ও এক বছর 10 দিনের কন্যা সন্তান রয়েছে। বাড়ি নদিয়ায় জেলার কল্যাণীতে। এমন একজন পুলিশ অফিসারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে।

পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমেই বাড়ছে। এর আগে একজন মেদিনীপুর মেডিকেল কলেজের করোনা যোদ্ধা ৩৬ বছর বয়সী এক চিকিৎসক মারা গিয়েছেন।মারা গিয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সহকারি প্রধান শিক্ষক, কালেক্টরটে কর্মরত এক সরকারি আধিকারিক, বেলদা হাসপাতালের স্বাস্থ্য কর্মী।

Published on: সেপ্টে ১৫, ২০২০ @ ২৩:২৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 − = 80