এসসি ইস্টবেঙ্গলকে ২ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল এটিকে মোহনবাগান

Main খেলা দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২৮, ২০২০ @ ০০:২৮

এসপিটি স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে কেরল ব্লাস্টর্সকে এক গোলে ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করেছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচেও তারা চির প্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে ২ গোলে হারিয়ে সেই জয়ের ধারাই অব্যাহত রাখল। ৪৯ মিনিটে রয় কৃষ্ণা ও ৮৫ মিনিটে মনবীর সিং-এর দুর্দান্ত গোলে সবুজ-মেরুন শিবির জয় ছিনিয়ে আনে।

এ দিন এসসি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ছিল বলে সাদা জার্সি গায়ে নামতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। জার্সি বদলালেও তাদের দর্শনীয় ফুটবলে কোনও পরিবর্তন দেখা যায়নি। প্রথমার্ধে দুই দল একে অপরকে পরখ করে নেওয়ার পরে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে এসে ম্যাচ জিতে নেয় এটিকে মোহনবাগান। কিন্তু পাল্টা জবাব দিতে পারেনি লাল-হলুদ শিবির।

এটিকে মোহনবাগান এদিন মাঠে দল সাজিয়েছিল আগের দিনের মতোই ৩-৫-২-এ। চোট পেয়ে লিগ থেকে প্রায় ছিটকে যাওয়া মাইকেল সুসাইরাজের জায়গায় জয়েশ রানেকে মাঝমাঠে রেখে এবং আক্রমণে রয় কৃষ্ণার সঙ্গে ডেভিড উইলিয়ামসকে রেখে। অন্য দিকে, এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার তাঁর দল সাজান ৪-২-৩-১-এ। গোলে অভিজ্ঞ দেবজিৎ, রক্ষণে দুই কঠিন বিদেশি প্রহরী স্কট নেভিল ও ড্যানিয়েল ফক্সকে রেখে। পাঁচ মিডফিল্ডারের মধ্যে অ্যান্থনি পিলকিংটন ও জাক মাঘোমা আক্রমণাত্মক ভূমিকায় ও সঙ্গে ফরোয়ার্ড বলওয়ন্ত।

প্রথম ৪৫ মিনিটে এটিকে মোহনবাগানের তারকা স্ট্রাইকার জুটি রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসকে দেখে কিন্তু একবারও মনে হয়নি তাঁরা স্বচ্ছন্দে ছিলেন। তবে দ্বিতীযার্ধের শুরুতেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন ফিজির তারকা এবং ৪৯ মিনিটের মাথায় বক্সের মাথা থেকে দুর্দান্ত শটে গোল করে এগিয়ে দেন দলকে।

বাঁদিকের উইং দিয়ে জয়েশ রানে আক্রমণটি তৈরি করে প্রথমে দেন ফাঁকায় থাকা হার্নান্ডেজকে। তিনি বিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাস দেন রয়কে এবং নিখুঁত ভাবে কাজটা শেষ করেন তিনি। ড্যানিয়েল ফক্স তাঁকে আটকানোর চেষ্টা করেও পারেননি। তাঁর পায়ের তলা দিয়েই রয় দূরপাল্লার শটে ঝড়ের গতিতে বল পাঠান সোজা গোলে, যা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি দেবজিৎ।

এ বারের হিরো আইএসএলে অন্যতম সেরা রক্ষণ এটিকে মোহনবাগানের। সেটা এ দিন প্রমাণ করে দেন সবুজ-মেরুন ডিফেন্ডাররা। তাঁদের তৎপরতায় গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে ৭০ মিনিট পর্যন্ত মাত্র একটি বল সেভ করতে হয়। অন্য দিকে, দেবজিৎকে কিন্তু এ দিন অনেক বেশি পরীক্ষার মুখোমুখি হতে হয় এবং মাত্র একবার ছাড়া তিন প্রতিবারই পাশ করে যান।

গোল পেয়ে যাওয়ার পরে যে ভাবে নিজেদের সামনে দেওয়াল তুলে দেয় এটিকে মোহনবাগান, তাতে এসসি ইস্টবেঙ্গেলের পক্ষে বিপক্ষের গোলমুখ খোলা বেশ কঠিন হয়ে পড়ে। পিলকিংটন, মাঘোমারা বারবার বল নিয়ে উঠেও সফল হননি। তবে ৮২ মিনিটে যে শটটি নিয়েছিলেন পিলকিংটন, তা বাঁচিয়ে ইস্টবেঙ্গলকে সমতা আনার সুযোগ থেকে বঞ্চিত করেন।

এসসি ইস্টবেঙ্গলের হতাশা বাড়িয়ে তুলতে ৮৫ মিনিটে অসাধারণ একটি গোল করেন মনবীর সিং। ডান দিকের উইং দিয়ে উঠে নিজেই গোল তৈরি করে কোনাকুনি শটে দর্শনীয় গোলটি করেন তিনি।

Published on: নভে ২৮, ২০২০ @ ০০:২৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

66 − = 63