Published on: আগ ১৫, ২০২০ @ ২১:০৯
এসপিটি নিউজ: আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দিলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। আজ এক সোশয়াল মিডিয়ায় পোস্ট করে ধোনি একথা ঘোষণা করেন। এর সঙ্গেই ধোনিকে নিয়ে যে জল্পনা চলছিল তারও অবসান হয়ে গেল। শেষ একদিনের বিশ্বকাপের পর থেকেই ধোনি নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিলেন। ধোনি কবে ফিরছেন তা নিয়ে জল্পনা ছিল প্রচুর। করোনা ভাইরাসের জন্য এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় এই জল্পনা চাপা পড়লেও প্রশ্ন ছিল যে ধোনি কি দলে ফিরতে পারবে না কি সে নিজে থেকেই অবসর নিয়ে নেবে। অবশেষে ধোনি নিজেই জল্পনায় ইতি ঘটিয়ে আজ ঘোষণা করলেন- না, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ফরম্যাটেই খেলবেন না। ধোনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও সমেত পোস্ট করে লিখেছেন -“ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য। ১৯২৯ ঘণ্টা আপনারা আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করবেন।”
37 বছরের ধোনির অবসর গ্রহণের সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্রিকেটের একটি যুগের অবসান হতে চলেছে। ধোনি ভারতের একমাত্র ক্যাপটেন যার অধিনায়কত্বে দেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দু’টি ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপ জয়ের সম্মান অর্জন করেছে।
ধোনি তাঁর কেরিয়ারে 297টি ওয়ানডে ক্রিকেট খেলেছেন। রান করেছেন 10773 এবং যার মধ্যে 10টি সেঞ্চুরি ও 72 টি হাফ-সেঞ্চুরি আছে। 98টি টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন 1617, অ্যাভারেজ 37.60, 90টি টেস্ট খেলে রান করেছেন 4876, এছাড়াও 2016 সালে ধোনির নেতৃত্বাধীন ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বিশ্বের এক নম্বর টিম ছিল। 2017 সালেই ধোনি অধিনায়কের দায়িত্ব বিরাট কোহলিকে দিয়ে দেন।
Published on: আগ ১৫, ২০২০ @ ২১:০৯