সংবাদদাতা-বাপ্পা মন্ডল
ছবি-বাপন ঘোষ
Published on: জুলা ২, ২০১৯ @ ২১:১১
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২জুলাই: কখন যে নিজের মানিপার্স থেকে মহামূল্যবান বস্তুটি খুইয়ে এসেছেন তা জানতেই পারেননি এই স্কুল শিক্ষক। কিন্তু তিনি ভুল করলেও তাঁকে যে আর ভুলের মাশুল গুনতে হল না তা জেনে এখন তিনি বেশ স্বস্তিতে রয়েছেন। স্থানীয় এক অটোচালক যা তাঁকে ভুলের মাশুল দেওয়ার হাত থেকে এভাবে রক্ষা করবে তা বোধ হয় তিনি ভাবতেই পারেননি।আর তাই ওই অটোচালকের কাছ থেকে এমন উপকার পেয়ে রীতিমতো ধন্য এই স্কুল শিক্ষক।
এবার তাহলে মূল ঘটনায় আসা যাক। মঙ্গলবার সকাল সাড়ে নটা। মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চকের একটি রাষ্ট্রয়ত্ব ব্যাংকের এটিএম কাউন্টার।সেখানে টাকা তুলতে ঢোকেন সুজাগঞ্জের বাসিন্দা চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।টাকা তুলে তিনি কাউন্টার থেকে বেরিয়ে যান। তাঁর এটিএম কার্ডটি কিন্তু তখন কাউন্টারের নতুন লকিং সিস্টেমে আটকে থাকে। সেখান থেকে স্কুল শিক্ষক রাস্তার উল্টোদিকের একটি দোকানে ডিম কিনতে যান।
সেইসময় অটোচালক দিলীপ কুমার আড়ি সেখানে পৌঁছন। এটিএম কাউন্টার থেকে দিলীপবাবু বেরিয়ে যাওয়ার পর তিনি সেখানে ঢোকেন। কারণ তিনি ছিলেন ওই স্কুল শিক্ষকের পিছনে। কাউন্টারে ঢুকেই দেখেন আগের মানুষটি তাঁর কার্ড ফেলে গিয়েছে। সেই মুহূর্তে তিনি দেরী না করে ওই কার্ডটি নিয়ে কাউন্টার থেকে সোজা বেরিয়ে পৌঁছে যান স্কুলশিক্ষক সুদীপবাবুর কাছে। তুলে দেন তাঁর হাতে কার্ডটি।
এর আগে নিজের মানিপার্স দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল ওই স্কুলশিক্ষকের। নিজের এটিএম কার্ডটি পেয়ে অটোচালককে ধন্যবাদ জানান।েকই সঙ্গে তিনি বলেন-“এখনও দিলীপবাবুদের মতো ‘বন্ধু’ আছেন বলেই না বাধা বিপত্তির মাঝেও সমাজ এগিয়ে চলেছে।’ তাই তো বলতেই হয়-‘এমন বন্ধু আর কে আছে…।’
Published on: জুলা ২, ২০১৯ @ ২১:১১