
Published on: অক্টো ১৩, ২০১৮ @ ০০:০১
এসপিটি নিউজ,বারুইপুর, ১২ অক্টোবরঃ এবার শারদোৎসবে মানুষের নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে কড়া পুলিশ নিরাপত্তা রাখা হচ্ছে। বারুইপুর পুলিশ জেলায় ২৩ টি অ্যাসিস্ট্যান্ট পুলিশ বুথ থাকবে, যার মধ্যে বারুইপুরে ৩টি, সোনারপুরে ৪টি, জয়নগরে ২টি। এর পাশাপাশি ১১ জন ইন্সপেক্টর, ১১৬ জন সাব ইন্সপেক্টর, ১২৫৩ জন কনস্টেবল । অফিসার র্যাঙ্কের ১৯৭৮ জন পুলিশ সহ ৩৫৫ জন হোমগার্ড ও ৩৪৬০ জন সিভিক পুলিশ মোতায়েন করা হবর।
বিভিন্ন নামী পুজোয় অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার অফিসার থাকবে। নিরাপত্তার জন্য ব্যারিকেড করা হবে। এর পাশাপাশি ইভটিজিং রুখতে প্রতি মণ্ডপে থাকছে বিশেষ স্কোয়াড টিম, যার মধ্যে মহিলা ও পুরুষ অফিসারও থাকবে। ইভটিজিং-এর কেউ শিকার হলে পুলিশ ডিরেক্টরিতে থাকা পুলিশ অফিসার দের সাথেও পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের সহায়তা পাবে। শুক্রবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলা সুপারের অফিসে এক সাংবাদিক বৈঠকে পুলিশ জেলার গাইড ম্যাপ প্রকাশ উদ্বোধন করে এই কথা জানান জেলা পুলিশ সুপার অরিজিত সি্নহা। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈকত ঘোষ, সন্দীপ মণ্ড।
পুলিশ সুপার অরিজিত সিনহা জানান, শনিবার থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে, পুলিশ মোতায়েন করা হচ্ছে। বারুইপুর পুলিশ জেলায় মোট ১০৩০ পুজা হচ্ছে, এর মধ্যে সোনারপুরে সব চেয়ে বেশি ৩১০, বারুইপুরে ১৬৬, জয়নগরে ১২৩, ক্যানিং-এ ৯৭ টি। এবার পুজোর বিসর্জনে ডিজে বাজানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সিআইডি-এর সাথে মিলিত ভাবে সোশ্যাল মিডিয়ায় মনিটর করা হবে। এর পাশাপাশি তিনি আরও জানান, এই মাসের শুরু থেকেই ৫টি আর্মস, ১৩১ আইডি লিকুয়ার, ২৩৪ টি ওয়ারেন্ট, প্রিভেন্টিভ গ্রেফতার হিসাবে ৪০০ জনকে ধরা হয়েছে।
Published on: অক্টো ১৩, ২০১৮ @ ০০:০১