ইসকন মায়াপুর মন্দিরে রাস পূর্ণিমা উৎসব শুরু ১৯ নভেম্বর, থাকছে নানা আয়োজন

ধর্ম রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ১৭, ২০২১ @ ২১:৩৫

এসপিটি নিউজ, কলকাতা, ১৭ নভেম্বর:   রাস পূর্ণিমা উৎসব ঘিরে এখন সাজো সাজো রব ইসকন মায়াপুর মন্দিরে।আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই উৎসব। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। তিনদিন ধরে মহাসমারোহে যথাযথ ধর্মীয় রীতি ও মর্যাদার সঙ্গে পালিত হবে এই উৎসব। জানিয়েছেন শ্রীধাম মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস।

এই উৎসব উপলক্ষে মায়াপুর ইসকন মন্দির চত্বরে তিনদিন চলবে নানা অনুষ্ঠান। জনসংযোগ আধিকারিক জানান-

  • এই নিয়ে হবে একটি আলোচনা সভা, যেখানে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা বিভিন্ন ভাষায় রাস লীলার তাৎপর্য ও মাহাত্ম্য আলোচনা করবেন।
  • রাসপূর্ণিমার দিন থেকে প্রতি সপ্তাহের শনিবার বিকাল চারটে থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাধামাধবকে হাতির পিঠে চাপিয়ে বর্নাঢ্য সংকীর্তন শোভাযাত্রা হবে মন্দির চত্বরে, যা চলবে আগামী বছর দোলপূর্ণিমা পর্যন্ত।
  • এর পাশাপাশি মন্দির প্রাঙ্গনকে আলোকমালায় সাজানো হবে। এ সব কিছুই হবেও কোভিড বিধি মেনেই।

রসিক গৌরাঙ্গ দাস এক তথ্য তুলে ধরে জানান- “আজ থেকে প্রায় পাঁচ হাজার দু’শো ঊনচল্লিশ বছর আগে জ্যোতির্বিজ্ঞানের বিশেষ সংখ্যাতত্ত্বের (পশ্চাৎগণনানুসারে) শ্রীধাম বৃন্দাবনের ধীরসমীরে, যমুনা তীরে বংশীবটমূলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপাঙ্গনাদের সঙ্গে অপ্রাকৃত রাসলীলাবিলাস করেছিলেন। শারদীয়া পূর্ণিমার রাতে এই রাস নৃত্য অনুষ্ঠিত হয়েছিল। সেই রাতে সমগ্র বিশ্বপ্রকৃতি অপরূপসাজে সুসজ্জিত হয়েছিল। শ্রীকৃষ্ণের নরলীলা সমূহের মধ্যে সর্বোত্তম রাসলীলা। এই রাসনৃত্য ছিল সম্পূর্ণ চিন্ময়। সেইসময় তাঁর বয়স ছিল মাত্র আট বছর।”

Published on: নভে ১৭, ২০২১ @ ২১:৩৫


শেয়ার করুন