Published on: নভে ১০, ২০২০ @ ১০:০৬
এসপিটি নিউজ: বয়স কতই বা হবে, খুব বেশি হলে নয় কিংবা দশ। জন্ম থেকেই একটি পা নেই।কিন্তু তাতে কিছু যায় আসে না এই বালকের। নিজের দৃঢ়তায় সে তার লক্ষ্যে পৌঁছতে চায়। ফুটবল খেলতে চায়। আর তাই বন্ধুদের সঙ্গে একটি পা নিয়েই মাঠে নেমে পড়েছে মণিপুরের ইম্ফলের এই শিশু। চতুর্থ শ্রেণির কুণাল শ্রেষ্ঠা। ইতিমধ্যেই সে এলাকায় বিশ্ময় বালক হিসেবে পরিচিতি লাভ করেছে।
সংবাদ সংস্থা এএনআই আজ সকালে একটি ভিডিও ও কিছু ছবি দিয়ে কুণালের সম্পর্কে আলোকপাত করেছে। আমরা তার সূত্র ধরে জানতে পেরেছি ছোট্ট কুণালের অদমাই মানসিক দৃঢ়তার কথা। কী অসম্ভব মনের জোড় আর নিজের প্রতি আস্থা রয়েছে এই বালকের। যে কিনা এক পায়ে ভর দিয়েই বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে শুরু করে দিয়েছে।
কী বলছে ইম্ফলের ‘বিস্ময় বালক’
এএনআই-কে দেওয়া বিবৃতিতে ইম্ফলের ‘বিস্ময় বালক’ ছোট্ট শিক্ষার্থী কুণাল শ্রেষ্ঠা জানিয়েছে- “আমি ফুটবল খেলতে ভালবাসি. প্রথমদিকে, ভারসাম্য বজায় রাখতে আমি সমস্যার মুখোমুখি হয়েছিলাম। আমি ভয় পেয়েছিলাম তবে এখন আমি আত্মবিশ্বাস অর্জন করেছি। আমার বন্ধুরা আমাকে অনেক সমর্থন করেছে। তারাও আমার মনে ভরসা জুগিয়েছে।আমি আশা করছি শিগগিরই আমি একটি গোল করব।”
সন্তানের বল জোগাচ্ছেন মা
কুণালের মা বলেন, “আমার ছেলে একটি অঙ্গহীন ছাড়া জন্মগ্রহণ করে। আমি তাকে কখনওই তার সমবয়সীদের চেয়ে আলাদা মনে করবো না বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তিনি কখনওই তার প্রতি অবহেলা দেখান না। তিনি নিজেই তার সন্তানকে সাইকেল চালানো শিখিয়েছিলেন।”
#WATCH: Kunal Shrestha, a Class 4 student from Imphal plays football with a single limb. #Manipur
"My son was born without a limb. I vowed to never let him feel different from his peers. He never exhibited low esteem. He learned to ride a bicycle on his own", says Kunal’s mother pic.twitter.com/NTzyOWhX4e
— ANI (@ANI) November 10, 2020
ছোট্ট কুণাল আজ মণিপুরের ইম্ফলে অঙ্গহীন ‘বিস্ময় নালক’ হিসেবে পরিচিতি লাভ করেছে। যেভাবে এক পা নিয়ে মাঠে নেমে ফুটবল খেলছে তা নিয়েই সকলকেই অবাক করে দিয়েছে। আজ স্থানীয় বহু মানুষ এই বালককে উৎসাহ দিচ্ছে।
Published on: নভে ১০, ২০২০ @ ১০:০৬