সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: আগ ২৭, ২০১৮ @ ২২:৪৭
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৭ আগস্টঃ নিজেদের কোমল কন্ঠে ঘোষণা- আর তার সঙ্গে চলছে আবৃত্তি। চলছে ঝুমুর গান। শিল্পীদের অপরূপ নৃত্যশৈলী।মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির ৭৫ বছর পদার্পণ উৎসব এভাবেই শুরু হয় সোমবার।প্রায় চারশোরও বেশি রবীন্দ্রানুরাগী মানুষের এক বর্ণাঢ্য প্রভাতফেরী মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
বৃষ্টিস্নাত সকালে জয়ঢাক,ধামসা,মাদল, কলসী মাথায় নাচ পদযাত্রাটি বর্ণময় করে তোলে। পদযাত্রায় মেদিনীপুর শহরের ৩৫ টি সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থী ও কর্মকর্তারা সংঘবদ্ধ ভাবে পদযাত্রায় যোগ দেন। বৃষ্টির কারণে পদযাত্রার রুট কিছুটা কমিয়ে দিতে বাধ্য হন আয়োজকরা।পদযাত্রায় উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট শিল্পী ও বিদ্দ্বজনেরা।
নিজেদের সুললিত কন্ঠে ঘোষণা ও আবৃত্তিতে পদযাত্রকে আকর্ষণীয় করে তোলেন মালবিকা পাল, বৃষ্টি মুখোপাধ্যায়, শুভদীপ বসুরা।সকালবেলার অনুষ্ঠানে অংশ নেন লোকশিল্পীরা। তাঁরা তাঁদের ঝুমুর গানে উপস্থিত সকলের মন জয় করে নেন।
একক সংগীতে আসর মাতালেন সর্বানী হালদার। সমবেত সংগীতে অংশ নেয় ওঁকার মিউজিক সার্কেল,ইমন ও সংকলন সংস্থা। সমবেত নৃত্যে যোগ দেয় তালম্, সৃজনভূমি, নৃত্য বিতান, নটরাজ মিউজিক কলেজ, নটরাজ ড্যান্স একাডেমী, লাস্য ড্যান্স অ্যাকাদেমি প্রভৃতি সংস্থা। সমবেত আবৃত্তি পরিবেশন করে কথামালা, স্বর-আবৃত্তি,স্বর ও ধ্বনি, আবৃত্তি কলা কেন্দ্র,কাব্য ও কলা প্রভৃতি সংস্থা।
উল্লেখ্য রবীন্দ্রনাথ ঠাকুরের মেদিনীপুর আগমনকে স্মরণীয় করে রাখতে ১৯৪৪ সালে মেদিনীপুরে গড়ে ওঠে রবীন্দ্র স্মৃতি সমিতি।আর ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় সমিতির নিজস্ব প্রেক্ষাগৃহ রবীন্দ্র নিলয়। যার নাম করণ করেন অধ্যাপক ক্ষিতিমোহন সেন।
Published on: আগ ২৭, ২০১৮ @ ২২:৪৭