Published on: ডিসে ২৮, ২০১৭ @ ২১:৪০
দেরাদুন (উত্তরাখণ্ড), ২8 ডিসেম্বর: আজ রাতে উত্তরাখণ্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ .৪ মিটার। এএনআই সূত্রে পাওয়া খবরে জানা গেছে, রাতের ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল চম্পালি জেলায়। এদিন রাতের এই ভূমিকম্প জম্মু ও কাশ্মিরের শ্রীনগরের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে। তবে রাত পর্যন্ত ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
Published on: ডিসে ২৮, ২০১৭ @ ২১:৪০