অবশেষে বিজেপিতেই যোগ দিলেন ভারতী ঘোষ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৪, ২০১৯ @ ১৯:৩১

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ৪ ফেব্রুয়ারিঃ দীর্ঘ কয়েক মাস ধরে প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে নিয়ে সিআইডি-র যে টানা পোড়েন চলছিল তা এবার নতুন রূপ নিল। যাকে গ্রেফতার করতে মরিয়া হয়ে উঠেছিল সিআইডি সেই ভারতী ঘোষ সোমবার নয়া দিল্লি বিজেপির কার্যালয়ে গিয়ে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীর উপস্থিতিতে বিজেপি দলে যোগদান করেন।বিজেপিতে যোগ দিয়েই ভারতী ঘোষ সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর কটাক্ষ- “ওটা সত্যাগ্রহ নয় অসত্যাগ্রহ। গান্ধীজী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন দেশের জন্য। আর উনি করছেন পুলিশ কমিশনারের জন্য। এই ভাবে কোনও তদন্ত বন্ধ করা যায় না।” ছবি সৌজন্যে- জি ২৪ ঘন্টা

Published on: ফেব্রু ৪, ২০১৯ @ ১৯:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 6