ভারতে আসা বাংলাদেশিদের জন্য কোভিড টেস্ট-এর ব্যবস্থা কলকাতায়, থাকছে বিশেষ সুবিধাও

Main কোভিড-১৯ দেশ বাংলাদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ৩০, ২০২০ @ ১৮:০৮
Reporter: Aniruddha  Pal

এসপিটি নিউজ:   করোনা কালে ভারতে বাংলাদেশি পর্যটকদের আগমন বন্ধ আছে। তবে ইদানীং চিকিৎসার জন্য ভারতে আসার অনুমতি পেয়েছেন বাংলাদেশিরা। আর তাই সেইসিব বাংলাদেশিদের কথা ভেবে কলকাতায় ক্যালকাটা হোটেল, গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্টস ওনার্স অ্যাসোসিয়েশন এবং ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া কোভিড টেস্টের ব্যবস্থা করে। যেখান থেকে ভারতে আগত বাংলাদেশিরা কোভিড টেস্ট করে উপকৃত হন।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- বাংলাদেশ থেকে যেসব মানুষজন কলকাতায় আসছেন তাদের কথা ভেবেই এই কোভিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে। মারকিউস স্ট্রিট যেখান থেকে বাংলাদেশের বাস ছাড়ে এবং বাংলাদেশের বাস আসে সেখানে একটি হোটেলের নীচেই কোভিড টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম দিনে কম-বেশি ৪৫ জনের মতো কোভিড টেস্ট করা হয়েছে। এই শিবিরের একটাই সুবিধা যারা এখান থেকে কোভিড টেস্ট করাচ্ছেন তারা দিনের দিন রিপোর্ট পেয়ে যাচ্ছেন।

হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের এক সদস্য জানিয়েছেন- তারা সমস্ত বিধি-নিয়ম মেনেই হোটেলকে স্যানিটাইজ করেছেন। বাংলাদেশি যারা আসছেন তাদের যাতে কোনও অসুবিধা না হয় তার সবটাই তারা দেখছেন। শুধু হোটেলের বিষয়ই নয় তাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনও অসুবিধা হলে কিংবা সেই ব্যাপারেও তারা তাদের যথাযথ সাহায্য করছেন। এজন্য বাংলাদেশিদের কলকাতায় এসে কোনও অসুবিধায় পড়তে হবে না।

আমরির সিইও রূপক বড়ুয়া জানিয়েছেন- তাদের হাসপাতালে সব রকমের চিকিৎসা পরিষেবা চালু আছে। তাই বাংলাদেশিরা চিকিৎসা পরিষেবা নিতে চাইলে তারা নির্ভয়ে আসতে পারেন। এখানে কোভিড এবং নন-কোভিড দুইয়েরই ব্যবস্থা আছে। তাই রোগীদের কোনও অসুবিধা হবে না।

Published on: নভে ৩০, ২০২০ @ ১৮:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + = 19