জঙ্গল বাঁচানঃ এই আবেদন নিয়ে ওরা ২৩জন মেদিনীপুর থেকে লালগড় হাঁটা শুরু করল

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                      ছবি-বাপন ঘোষ

Published on: ডিসে ২২, ২০১৮ @ ২১:৩১

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২২ ডিসেম্বরঃ জঙ্গল বাঁচানোর প্রয়াস নিয়েছেন তারা।তবে তাদের প্রয়াস তখনই সফল হবে যখন আর পাঁচজন তাদের আবেদন মন দিয়ে শুনবেন বুঝবেন এবং তা মেনে চলবেন। কাজটা যে সহজ তা ওরা ২৩জন ভাল্মতোই জানেন। জেনেও তাঁরা এই কঠিন কাজ তুলে নিয়েছে। শনিবার তাঁরা তেমনই এক প্রয়াস নিল মেদিনীপুর থেকে লালগড় পায়ে হাঁটা শুরু করে।

ওদের স্লোগান একটাই-জঙ্গল বাঁচান, পরিবেশ রক্ষা করুন। এই আবেদন নিয়ে এক পরিবেশ সচেনতা যাত্রা শুরু করলেন শনিবার থেকে। হাতে সকলের প্ল্যাকার্ড। তাতে পরিবেশ ও জঙ্গল বাঁচানোর স্লোগান। যেভাবে জঙ্গলমহলের জঙ্গল আজ বিপদের সম্মুখীন তা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। এভাবে জঙ্গল যদি কেটে সাফ করে দেওয়া হতে থাকে তবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সেটা যাতে না হয় সেজন্য এই ২৩জন পরিবেশপ্রেমী এক অভিনব উদ্যোগ নিয়েছেন।

শনিবার তাঁরা মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছন। সেখান থেকে তাঁরা হাঁটা শুরু করেন। হেঁটে তাঁরা আজ শালবনীর ভাতমোড় পর্যন্ত গিয়েছেন। সেখানেই রাত্রিবাস করে আগামিকাল সকালেই আবার পায়ে হাঁটা শুরু করবেন। যাবেন লালগড়ে। এই দীর্ঘ যাত্রা পথে তাঁরা মানুষকে সচেতন করবেন জঙ্গল বাঁচানোর জন্য।

এই সংগঠনের অন্যতম কর্ণধার সঞ্জিত কাষ্ঠ বলেন, “সকল পরিবেশপ্রেমী মানুষদের কাছে আমরা আবেদন রাখছি-” এই পদযাত্রায় সামিল হয়ে জঙ্গল ও তার অধিবাসী মানুষ, পশুপাখি ও গাছপালার সঙ্গে থাকুন।”

এই দলের এক প্রতিনিধি জানান- “আপনারা সকলেই জানেন জঙ্গলমহলে প্রতিদিন একে একে সব জঙ্গল পরিষ্কার হয়ে যাচ্ছে।একটু একটু করে জঙ্গল চুরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, জঙ্গলে বসবাসকারী মানুষ,পশুপাখি ও গাছপালার ক্ষতি হয়ে চলেছে। একদিকে যেমন জীবকুল বাসস্থান হারাচ্ছে অন্যদিকে জঙ্গলের অধিকার হারিয়ে যাচ্ছে। জঙ্গল রক্ষার জন্য বন বিভাগ আজ পুরোপুরি ব্যর্থ। এই মুহূর্তে জঙ্গলরক্ষা ও জঙ্গলে আদিবাসীদের বাসস্থান ও অধিকার রক্ষার জন্য সর্বাত্মক সচেতনতা কর্মসূচির জরুরী। সেই কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা আয়োজন করা হয়েছে।”

Published on: ডিসে ২২, ২০১৮ @ ২১:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + = 22